জব প্লেসমেন্ট সেল

জবদাতা প্রতিষ্ঠান সমূহের চাহিদা ও একজন প্রশিক্ষণার্থীর দক্ষতার মেলবন্ধন ঘটিয়ে কর্মসংস্থানের সু্যোগ সৃষ্টি করে থাকে এই জবপ্লেসমেন্ট সেল।

কর্মসংস্থানের ব্যবস্থা করতে গিয়ে ইমপ্লোয়ার্স কমিটি (Employers Commitee) গঠন ও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা জবপ্লেসমেন্ট সেলের একটি অন্যতম কাজ। এছাড়াও জবপ্লেসমেন্ট সেলে জবমার্কেট / শ্রমবাজার সম্পর্কে প্রশিক্ষনার্থীদের পূর্ণাঙ্গ ধারনা দেয়া হয় ।

প্রশিক্ষণার্থীদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা , জীবন বৃত্তান্ত জব প্লেসমেন্ট সেলে সংরক্ষণ করা হয় । জবদাতা প্রতিষ্ঠানের মোবাইল নম্বর সহ ঠিকানা জব প্লেসমেন্ট সেলে সংরক্ষন করা হয় । প্রতি বছর আমাদের প্রতিষ্ঠানে কমপক্ষে ৬টি "ইমপ্লোয়ার্স ডে" (Employers Day) ও ০১ টি জব ফেয়ার (JOb Fair) আয়োজন করা হয় । এই সেলের অগ্রগতির জন্য একটি কমিটি ও একজন জবপ্লেসমেন্ট অফিসার নিয়োজিত আছেন ।

Sl.#PictureName of the MemberDesignationMobileResponsibility
No member found!