সেইপ সম্পর্কে

বাংলাদেশ সরকার উচ্চতর প্রবৃদ্ধির পথে উত্তরনের জন্য দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রুপান্তর করার লক্ষ্যে সরকার রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর আওতায় বাস্তবায়নাধীন স্কিলস্‌ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) সরকারের একটি বিশেষায়িত প্রকল্প। প্রকল্পটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB), স্যুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

ডিসেম্বর ২০২০ মেয়াদে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের বিদ্যমান জনশক্তির ৫,০০,০০০
(পাঁচ লক্ষ) জনকে বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে এবং মোট প্রশিক্ষণার্থীর শতকরা ৭০ ভাগ অর্থাৎ ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার ) জন প্রশিক্ষণার্থীর কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।

সে ধারাবাহিকতায় বর্তমানে রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ-এ চারটি (০৪) কোর্স (আইটি সাপোর্ট টেকনিশিয়ান, গ্রাফিক্স  ডিজাইন,  ইলেকট্রিশিয়ান,  ওয়েল্ডিং) চলমান রয়েছে। প্রশিক্ষনার্থীরা ৪ মাস ৩৬০ ঘণ্টা মেয়াদী কোর্স সফলতার সহিত প্রশিক্ষণ শেষ করতে পারলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের উপর সনদ প্রদান করা হয়।